চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যা মামলার মূল আসামি লাভলু(৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্টানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলোর কোদালের কোপে ঘটনাস্হলেই নিহত হন ব্যবসায়ী শাহ আলম। ঘটনার ২দিন পর ১৪সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু তার দুইপুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুল সহ ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পরেই পালিয়ে যায় ঘাতক লাভলু। অবশেষে হত্যাকাণ্ডের ঘটনার আট দিন পর পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী। হত্যাকাণ্ডের পর থেকে সে এলাকা ছাড়া ছিল,কৌশলে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।