যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শার্শার কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ২২ আর পিলার হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় দুইজন পুরুষ ও তিনজন মহিলাকে আটক করা হয়।
তারা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে মোঃ মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে মোঃ আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্ত গ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের হুমায়ূন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোর জেলার শার্শা থানার ভবের বেড় গ্রামের তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন (স্মার্টফোন ৫টি ও বাটন ফোন ১টি) জব্দ করা হয়েছে। বর্তমানে আটককৃতদের শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লে. কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী সাধারণ মানুষকে নিয়মিতভাবে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে।