যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ৯টি স্বর্ণের বার (ওজন ১.০৪৯ কেজি) সহ মোঃ মনিরুজ্জামান (৩৭) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মনিরুজ্জামান উপজেলার পুটখালী (উত্তরপাড়া) গ্রামের মোঃ কাদের আলী সর্দারের ছেলে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার পাকা রাস্তার পাশ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার উদ্ধার করে, যার সিজার মূল্য ১,৮০,৫২,২৪১ টাকা। আটককৃত স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।