দেশজুড়ে

শার্শায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ইউএনও

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৬:৫৩:১৮

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুলের ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শার্শা উপজেলা পরিষদে বাইসাইকেল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। উপহার বিতরণকালে তিনি বলেন, কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে এধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও খবর