দেশজুড়ে

শার্শায় গৃহবধুকে লোহার খুনতি দিয়ে মারাত্মক জখম করায় আটক মা ও মেয়ে

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৬:৪৭:০২

যশোরের শার্শা উপজেলাধীন কাগজপুকুর গ্রামে লোহার খুনতি দিয়ে সুরভী খাতুন (২১) নামে এক গৃহবধুকে রক্তাক্ত ও মারাত্মক জখম করায় কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী ইসমতারা ও মেয়ে মারিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উক্ত আসামীদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
অভিযোগের বিবরণে জানা যায়, অভিযুক্ত ইসমতারা সম্পর্কে ভুক্তভোগী সুরভী খাতুনের বড় জা এবং অভিযুক্ত মারিয়া ওই জা এর মেয়ে। উভয় পরিবার পাশাপাশি বসবাস করলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার সময় ইসমতারার ছোট মেয়ে সাফিয়া কাঁদা পায়ে সুরভী খাতুনের ঘরে প্রবেশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইসমতারার স্বামীর এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সুরভী খাতুন গালাগালাজ করতে নিষেধ করলে ইসমতারা ও মেয়ে মারিয়া তখন এসে তাকে বেদম মারপিট এবং লোহার খুনতি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় সজোরে আঘাত করে। এতে তার মাথায়, পিঠে ও মুখে কেটে রক্তাক্ত ও মারাত্মক জখম হয়। তখন সুরভী খাতুন মাটিতে লুটিয়ে পড়ে জোরে চিৎকার কান্নাকাটি করতে থাকলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং প্রতিবেশীরা তাৎক্ষণিক এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে উক্ত আসামী ইসমতারা ও মারিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর