সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫২:২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিন জনকে পুলিশের সহযোগিতার আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
সোমবার বিকেলে গোপন সংবাদ এর ভিত্তিত্বে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর নদী থেকে আটক করা হয়।
জানা গেছে,উপজেলার চিহ্নিত বালু খেকো চক্রের সদস্যরা প্রকাশ্যে শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতার অভিযান চালায়। এসময় নৌকা ও বালু সহ উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া(২০),টাকাটুকিয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে নজির আহমেদ(২৬) ও বাদাঘাট ইউনিয়নের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ(২৬)কে ১টি ষ্টীলের নৌকায় অনুমানিক ৬০ ঘনফুট বালিসহ আটক করে।
পরে আটককৃত দের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান জব্ধ কৃত ১ টি নৌকা তাহিরপুর থানার ওসি সাহেবের জিম্মায় প্রদান করা হয়। আর দন্ড প্রাপ্ত্যদের থানায় সোপর্দ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।