দেশজুড়ে

লোহাগাড়ায় ৪০০ কেজি নোংড়া মিষ্টি বিনষ্ট

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৭ অক্টোবর ২০২৫ , ৯:৪৮:৩৯

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিক্যাল সুইটস’ নামে একটি মিষ্টি দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার বটতলী বাজারে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোক্তা অধিকার আইন- ২০০৯ আইনে দোকানটিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোকানের প্রায় ৪০০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়েছে।

আরও খবর