আইন-আদালত

লোহাগাড়ায় ফেনসিডিলকাণ্ড: অভিযুক্ত এসআই কামাল প্রত্যাহার

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৫ , ১০:৪৮:৫০

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটকের ঘটনায় অভিযুক্ত এস আই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান।তিনি জানান, সন্ধ্যায় অভিযুক্ত এস আ ই কামালকে প্রত্যাহার করে পুলিশ লাইন সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এরআগে, লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে এ কাজে জড়িত তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল (১০০ এমএল) ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক তিনজন হলেন- উপজেলার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের সুখছড়ি পুরাতন বিওসি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের ৭নং ওয়ার্ডের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার তাজুল ইসলাম (৪৯) আটক পুলিশের সোর্স রমিজ উদ্দিন বলেন, লোহাগাড়া থানায় কর্মরত এসআই কামাল হোসেন তাদের ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এসআই কামাল। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য অভিযুক্ত এসআই কামালের বিরুদ্ধে ২২ শে আগস্ট শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়, এবং সন্ধ্যার মধ্যে তাকে প্রত্যাহার করা হয়।

আরও খবর