দেশজুড়ে

লোহাগাড়ায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৯:০৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাশেদুন নবী (২৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ !
গতকাল (৩ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে থানার এসআই গোবিন্দ চন্দ্র দাশ ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাশেদুন নবী উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের জঙ্গল পদুয়া (আশ্রয়ণ প্রকল্প) এলাকার নুরুল আলমের পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাশেদুন নবী দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন এলাকায় পলাতক ছিল। থানা পুলিশের টিম বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পার্বত্য জেলার বান্দরবান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩) / ৩০ ধারামতে ধর্ষণ মামলা রুজু করা হয়।যাহার মামলা নং ৫, তারিখঃ ০৪/০১/২১ ইং। উক্ত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আটককৃত ধর্ষণ মামলার আসামীকে ৪সেপ্টম্বর বৃহস্প্রতিবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর