চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জিহাদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া ব্যাংক এশিয়া ভবনের পেছনে একটি তিনতলা ভবনের এসির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত জিহাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাশারিখোলা গ্রামে। তিনি শফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ফেরিওয়ালা। লোহাগাড়া ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়ায় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের দাবি, জিহাদ গভীর রাতে ভবনের এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ প্রসঙ্গে ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার এক কর্মকর্তা জানান, অফিস বন্ধ থাকার (শুক্র ও শনিবার) সময় তারা এসি মেরামতের জন্য কাউকে নিযুক্ত করেননি। নিহত যুবক এসি চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করেন তিনি। লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ বলেন, "ঘটনাস্থল থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির অংশ চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"