কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৩:৫২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৭২ ঘন্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর), রাত ১০ টা ৫৭ মিনিটে বাপ্পির বাবাকে কল করে ছেলের প্রাননাশের এই হুমকি দেওয়া হয়। অজ্ঞাত ব্যাক্তি বাপ্পির বাবাকে উক্ত নম্বরে যোগাযোগ করে আগামী ৭২ ঘন্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছায় দিতে বলে। অন্যথায় ৭২ ঘন্টা পর ছেলের লাশ গ্রহনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ উক্ত ঘটনায় সাজিদুল ইসলাম বাপ্পি বাদী হয়ে আজ ২০ সেপ্টেম্বর শনিবার নগরীর খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। জিডি নম্বর – ৯২৬। এব্যাপারে সাজিদুল ইসলাম বাপ্পির সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কথা জানান৷