লালমনিরহাটে র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১০/০৯/২০২৫ তারিখ রাত ১০.১০ ঘটিকার সময় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া উপজেলায় অভিযান করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যানসহ আসামী ১। আব্দুল মোতালেব শান্ত (২৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, ২। মোঃ ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে। পৃথক আরও একটি অভিযানে ইং ১১/০৯/২০২৫ তারিখ রাত ০৩.১০ ঘটিকার র্যাব-১৩, ব্যাটালিয়ন কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ আসামী খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ আসামী ১। খিতিশ চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী অশ্বিনী, মাতা-শান্তা রানী, ২। দ্বিপালী রাণী রায় (৩৮), স্বামী-খিতিশ চন্দ্র রায়, পিতা-পুলিন চন্দ্র রায় সর্ব ঠিকানা: সাং-উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট' থেকে তাদের গ্রেফতার করে।
পরবর্তী গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয় বলে র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।