মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৭:৪১
র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল এস্কাফ সিরাপ এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ বাদশা আলমের বাড়ির মূল ফটকের সামনে কাঁচা রাস্তা থেকে ১টি মোটর সাইকেল তল্লাশি করে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ হোসেন আলী (৫০), পিতা- মৃত সাজম আলী, সাং- মোঙ্গাগাছ। ২। শ্রী পুষ্প রায় (২৫), পিতা- শ্রী মাদব রায়, সাং- পাইকেরটারী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।
র্যাব জানায়, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে দণ্ডায়মান থেকে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাবে।