দেশজুড়ে

লালমনিরহাটে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

  মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৫ , ৭:৫৩:২৬

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করলেন পুলিশ সুপার, লালমনিরহাট তরিকুল ইসলাম ।
বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানরা এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করলে তাদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়।এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জনকারী বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম কর্তৃক প্রেরিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম । উক্ত শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় তাদের পক্ষে নিজ অভিভাবকগণ ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট গ্রহণ করেছেন। এসময় আরোও উপস্থিত ছিলেন অভিভাবকগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও খবর