মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ১১:৩০:৪৩
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব,মোয়াজ্জেম,বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সহ আলেম ওলামাগন অংশ নেন।
বর্তমান সময়ে ইসলামের নামে নানান অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।ভূল তথ্য দিয়ে মানুষের মাঝে সংঘাত,বৈষম্য সৃষ্টি করছে এ ব্যাপারে আলেমরা তাদের বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা আইয়ুব আলী বসুনিয়া, মাওলানা নুরুল ইসলাম নাবিল সহ বিভিন্ন আলেমগন।