রাজনীতি

লালমনিরহাটে আলেম ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা

  মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ১১:৩০:৪৩

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব,মোয়াজ্জেম,বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সহ আলেম ওলামাগন অংশ নেন।
বর্তমান সময়ে ইসলামের নামে নানান অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।ভূল তথ্য দিয়ে মানুষের মাঝে সংঘাত,বৈষম্য সৃষ্টি করছে এ ব্যাপারে আলেমরা তাদের বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা আইয়ুব আলী বসুনিয়া, মাওলানা নুরুল ইসলাম নাবিল সহ বিভিন্ন আলেমগন।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

কক্সবাজারে একদিনে দুদকের ৮ মামলা

ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাসিক কল্যাণ সভা