আইন-আদালত

লালমনিরহাটের হাতিবান্ধায় র‌্যাবের অভিযানে ১৯’শ পিস ইয়াবাসহ আটক-১

  মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ২৪ আগস্ট ২০২৫ , ১:০৯:১৯

র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকা হতে ১৯০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব। পরে আসামী কে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২২ আগস্ট) রাত ১১ টায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন গোতমারী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের অন্তর্গত দইখাওয়া বাজারস্থ বিদ্যাবাড়ি স্কুল এন্ড কলেজ এর মেইন গেটের সামনে দইখাওয়া বাজার হতে বোর্ডের হাট বাজার গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আটক কৃত আসামির দেহ তল্লাশী করে জিন্স প্যান্টের ডান পকেট হতে ১৯০০ পিস ইয়াবাসহ মাদকসহ ব্যবসায়ী মোঃ সোহেল রানা (২১), পিতা মোঃ সাইদার রহমান, মাতা-মৃত জরিনা বেগম, সাং-আমঝোল, ৮নং ওয়ার্ড, গোতামারী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে ।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিয়টি র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

আরও খবর

মির্জাপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে লোহাগাড়ায় দুই যুবককে কারাদণ্ড

ভাঙ্গার খাটরা গ্রামের মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ