দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার র্যাবের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে খুলনা র্যাব-৬ একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।
এই অভিযানে যশোর কোতোয়ালি মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানি এবং র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে ঢাকার তুরাগ থানাধীন সোনারগাঁও জনপদ রোড এলাকায় অভিযান চালায়। এই অভিযানে তারেক আজিজ ওরফে সুজন (৩১) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তারেক আজিজ যশোর জেলার কোতোয়ালি মডেল থানার দায়তলা গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে।
গ্রেফতারকৃত তারেক আজিজ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে ছিলেন।
র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পলাতক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যা জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।