সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৬:৫৫
কাল থেকে আপনারা যাদুকাটা নদীতে কাজ করবেন সকল সুযোগ সুবিধা আমরা দিবো। নদীতে চাঁদাবাজদেরকে টাকা দিবেন না,হয়রানি করলে জানাবেন ব্যবস্থা নিব আমরা বলে জানিয়েছেন যাদুকাটা নদীর ইজারাদার মো নাসির মিয়া।
তিনি মঙ্গলবার রাত ৮ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে শ্রমিকসহ সকলের উদ্দেশ্য কথা গুলো বলেন।
তিনি আরও জানান,নদীতে কোনো ড্রেজার চলবে না। চলতে দেয়া হবে না। আইনেও নাই।
আপনারা শ্রমিকরা যারা আছেন আপনারা আপনাদের মত করেই কাজ করবেন। ১০ টাকাও চাঁদা চাঁদাবাজদের দিবেন না,চাঁদাবাজি করগে আসলে জানাবেন থানার সোপর্দ করবো আমরা।
এসময় তিনি আরও বলেন,আপনারা জানেন এই নদীর জন্য আমরা দুই ইজারাদার কত ত্যাগ আর কষ্ট শিকার করেছি। আমাকে ডিবি দিয়ে তুলে নিয়ে কতটা হয়রানী ও মারধর করা হয়েছে। আমি এরপরও পিছু হটি নি। আপনারা যখন কাজের জন্য ভোলাগঞ্জ গিয়ে হয়রানী হয়েছেন খবর পাই অনেকেই বলেছেন তখন কষ্ট লাগতো। তাই দিন রাত নদীটি খোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি,সাপ্তাহে দুই তিন দিন ঢাকায় থাকতে হয়েছে আমি সহ রাখাব উদ্দিন, সাখাওয়াত হোসেনসহ অমেকেই।
এসময় রাখাব উদ্দিন,সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকাবাসী ও শ্রমিকগন উপস্থিত ছিলেন।