জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৬ আগস্ট ২০২৫ , ৯:৫৫:৩৮
মঙ্গলবার ২৬ আগস্ট বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরা’চালান বিরো’ধী অ’ভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ বিদেশী ম’দ, মোবাইল, ভারতীয় রুপি, খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, ঔষধ, চায়না দোয়ারী জাল ও কসমেটিক্স সামগ্রী আ’টক করে।বিজিবি সূত্র জানায়, আট’ককৃত মালামালের সিজার মূল্য (৪,২৪,৫১৪) চার লক্ষ চব্বিশ হাজার পাঁচশত চৌদ্দ টাকা।