দেশজুড়ে

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক-২

  যশোর প্রতিনিধি: ১৫ অক্টোবর ২০২৫ , ৯:৫৯:০৪

যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বেনাপোল ও রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

অভিযানে বিদেশি মদ, ভারতীয় WINCEREX কফ সিরাপ (নেশাজাতীয়), গাঁজা, ট্রাক, মোবাইল ফোন, ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ২৫০ টাকা (চৌষট্টি লক্ষ দুইশত পঞ্চাশ) বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামালসহ দুইজন চোরাচালানকারীকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর