খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম অমিত বিশ্বাস (৩১), পিতা রঞ্জন বিশ্বাস, গ্রাম জাগির দেওলী, ডাকঘর বনমালীপুর, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর। তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক স্বর্ণের মোট ওজন ৪৬৬.৪৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩০ হাজার ১৮ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস স্বীকার করেছে, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে স্বর্ণ ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।