Uncategorized

যশোরে ৩ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বারসহ আটক-১

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৩:২১

যশোরের নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭টি স্বর্ণের বারসহ এক আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি’র নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিলিং স্টেশনের সামনে সড়ক থেকে আটক করা হয় মো. সঞ্জয় সরকার (৩৭) নামের এক ব্যক্তিকে।

তল্লাশির সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২৮৪ টাকা জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। অন্যান্য জিনিসপত্রসহ সর্বমোট সিজারের মূল্য দাঁড়ায় ৩ কোটি ৮ লাখ ৫৪ হাজার ১১২ টাকা।

আটককৃত সঞ্জয় সরকারের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধূলজোড়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরার সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনার পর আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিতভাবে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও খবর