দেশজুড়ে

যশোরে বিজিবির পৃথক অভিযানে ৩৬ টি স্বর্ণের বারসহ আটক -৩

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৫ , ৭:২৭:৫৯

গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিকনিদের্শনায় যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীসহ ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬ (ছত্রিশ) টি স্বর্ণের বার এবং ০৫টি মোবাইল আটক করে। আট’ককৃত ব্যক্তিদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আ’সামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরোও জানায় ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরা’কারবারী’দের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল। আটককৃত ব্যক্তির হলেন হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর সিংগাইর থানার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর জেলার ঝিকরগাছা থানার ফতেহপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪) ও একই জেলার লোন অফিস পাড়া বারান্দিপাড়া গ্রামের নুরমুহাম্মদ এর ছেলে জাহিদ হোসেন (২৬) জআটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,৮৯,৫৩,৮৬)সাত কোটি উননব্বই লক্ষ তিপান্ন হাজার আটশত আটষট্টি টাকা ও ০৫টি মোবাইল এর মূল্য ৬৪০০০) মূল্য চৌষট্টি হাজার টাকা, ভারতীয় ৪০ রুপি (৫০ টাকা এবং নগদ( ৩৫,৩২০) টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় ০৮ কোটি টাকা (৭,৯০,৫৩,২৩৮)- টাকা)।* আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধিমালা মোতাবেক সরকারী কোষাগারে জমা হবে বলে জানিয়েছ, বিজিবি কর্তৃপক্ষ।

আরও খবর