দেশজুড়ে

মির্জাপুরে ২৪ টাকা কেজি ধরে আটা: দীর্ঘ লাইনে দাড়িয়ে ক্রেতাদের ভীড়

  মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৭:১৭

টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি বা ওএমএস এর আওতায় সুলভমূল্যে প্রদত্ত আটার জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অনেক সুবিধা প্রত্যাশীকে ফিরে যেতে দেখা গেছে শূন্য হাতে।

সোমবার (১ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভায় ওএমএস এর দুটি ডিলার পয়েন্টে সরজমিন ও খবর নিয়ে এমন তথ্য জানা যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ২৪ টাকা কেজি ধরে জন প্রতি ৫ কেজি করে আটা বিক্রি করছেন ডিলাররা। প্রথম দিনে উপজেলার দুইজন ডিলারকে ৫০০ কেজি করে আটা বরাদ্দ দেওয়া হয়েছে।

মির্জাপুর পৌরসভার জহুরবাড়ি মোড়ে অবস্থিত ডিলার পয়েন্টে গিয়ে সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সেখানে বেলা ১২টার মধ্যে বরাদ্দকৃত ৫০০ কেজি আটা প্রায় শেষ হয়ে যায়। এতে আটা কিনতে এসে ব্যর্থ হওয়াদের মধ্যে হট্টগোল লেগে যায়।

আরও খবর