মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৫ , ১১:৩১:৫৪
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মিয়া (২৩) নামে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে উপজেলা সদরের মসজিদ রোডের ফুড গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চাঁনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদরের মসজিদ রোডের ফুড গার্ডেনে অভিযান চালায় মির্জাপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম আহমেদের নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় হোটেল কর্মচারী রাসেলের কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার রাসেল মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।
এব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার রাসেলকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হবে।