রাজনীতি

মির্জাপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তা সংস্কার

  ‎মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২৪ আগস্ট ২০২৫ , ৫:৫৬:৫৫

টাঙ্গাইলের মির্জাপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করেছে জামায়াতে ইসলামীর গোড়াই ইউনিয়ন শাখা।

‎শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোড়াই নাজির পাড়া (উত্তর) মিলগেইট ও জমিদার বাড়ি পুকুরপাড় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ।

‎এ সময় উপজেলা সেক্রেটারি মুফতি আবযল কাশেম মৃধা, গোড়াই ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন শাহজাহান, সেক্রেটারি খায়রুল হোসেন, ওয়ার্ড সভাপতি ফরিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

‎উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন, জামায়াত একটি জনকল্যাণমুখী দল। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামায়াত দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে দলটির নেতাকর্মীরা সেবকের দায়িত্ব পালন করবে।

আরও খবর