দেশজুড়ে

মির্জাপুরে চারজনকে গ্রেপ্তার করলো ম্যাজিস্ট্রেট

  মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ১০:২০:৫৬

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এবং গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ।

‎তথ্য মতে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

‎গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পৌর সদরের ০৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার মো. বিকু মিয়া (৭০) ও তার স্ত্রী নুরুন্নাহার (৫০) একই ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রামের পিতা: মৃত সামাদ মিয়ার ছেলে আশিকুজ্জামান (২০) এবং গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের ষষ্টী রাজবংশীর ছেলে সুদেব রাজবংশী (২০)।

‎এব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল সদস্যদের সাথে নিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের হাতেনাতে তাদেরকে আটক করি। পরে প্রত্যেককে চার মাসের জেল ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর