মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৩:৩৭
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহীদ ভবানী প্রাসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রশংসা পত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।