টপ টেন

মাগুরায় বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব

  নিজস্ব প্রতিনিধিঃ ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২১:২৯

মাগুরার শ্রীপুর থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
সোমবার ( ০৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল থেকে আসামি,
প্রবীর বিশ্বাস (৪১), পিতা-ভগিরত বিশ্বাস, সাং-পরমান্দনপুর (রামখালিপাড়া), মোঃ নুর আলম (২৯), পিতা-মোঃ দবির হোসেন, সাং-চাপড়ী মধ্যপাড়া এবং সোয়েব আক্তার (২৩), পিতা- মোঃ মোকাদ্দেস আলী, সাং-লক্ষীকোল, সর্ব থানা-সদর, জেলা-ঝিনাইদহদেরকে আটক করে এবং উক্ত আসামিদের হেফাজত হতে তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিরা মাগুরা জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করতে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর