টপ টেন

মনোহরদীতে নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৭:৩৮

নরসিংদী মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পিবিআই নরসিংদী জেলা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল অনুমান নয় ঘটিকার সময় নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা মনোহরদী থানা পুলিশ কে জানায়। পরে থানা পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই নরসিংদী জেলাকে অবগত করলে এসআই আশরাফ আলীর নেতৃত্বে পিবিআই নরসিংদী টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করে। মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (৪২) তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান,নিহত রুবেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় তিনটি এবং নরসিংদী জেলার শিবপুর থানায় দু,টি মামলা চলমান রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর