টপ টেন

মনোহরদীতে জুয়ার সরঞ্জামাদিসহ আটক-৪

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৫:২২

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার সময় সরঞ্জামাদি-সহ হাতে-নাতে ৪ জনকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চালাকচর ইউনিয়নের মধ্য চালাকচর হাশেমের বাড়ির পাশে কয়েকজন যুবক জুয়া খেলায় মত্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ ও উপ-পুলিশ পরিদর্শকের দিকনির্দেশনায় এসআই শাহিনূর ইসলাম, এসআই শহীদুর রহমান ও এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— পশ্চিম চালাকচরের রাজনের ছেলে সুমন (৩৫), মধ্য চালাকচরের মৃত কলিম উদ্দীনের ছেলে আবুল হাশেম (৪১), পশ্চিম চালাকচরের মৃত আমির উদ্দীনের ছেলে জসিম (৫০) এবং পশ্চিম চালাকচরের আবু বকর ছিদ্দিকের ছেলে বাচ্চু মিয়া (৩০)। এ সময় জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই শাহিনূর ইসলাম বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। সমাজকে জুয়া ও নেশামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর