নরসিংদীর মনোহরদীতে কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধানদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারান্দী জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা,র সঞ্চালনায় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনামূল হল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জেসমিন আক্তার এবং মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি জালাল উদ্দীন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের সরকারী নিবন্ধন ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে মতামত তুলে ধরেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মুহাম্মদ জুনায়েদ সভাপতির বক্তব্যে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।