নরসিংদীর মনোহরদীতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
জানা যায়, উপজেলার নোয়াদিয়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও জেনারেল স্টীল লিঃ এর সত্ত্বাধিকারী ছানাউল্লাহর বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় ৫ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের হয়। এ মামলায় আদালত তাকে সাজা প্রদান করলে তিনি পলাতক থাকেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় মনোহরদী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছানাউল্লাহকে গ্রেফতার করে।