মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ৩০ আগস্ট ২০২৫ , ১২:৪২:২৪
নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সাবেক যুবদল নেতা মো.হানিফ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল এর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন সরকার বিপ্লব।
খেলায় চরমান্দালীয়া ব্ল্যাক হোল ফুুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৩ গোলে চরমান্দালীয়া ফেন্ডশীপ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ সময় নরসিংদী সরকারী কলেজ সংসদ এর সাবেক সম্পাদক খ.ম কামরুল ইসলাম,মনোহরদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বাচ্চু,সাবেক ছাত্রনেতা মহসীন কবীর,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দীন ভূ্ঁইয়া দোলন,বড়চাপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুর রহমান মাসুম,এমটিবি এর ব্যাংকার কামরান হোসেন শামীম-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।