দেশজুড়ে

ভোমরা বন্দরে প্রায় ১০ কােটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৪ অক্টোবর ২০২৫ , ৪:০০:০১

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরিষার খৈল আমদানির আড়ালে আমদানী করা প্রায় ১০ কােটি টাকা মূল্যর ভারতীয় শাড়ী, থ্রিপিস ও ফেনসিডিলের চালান আটক করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি ও কাস্টমসের পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সরকারি পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ী, ফেনসিডিল ও থ্রিপিসের চালান আটক করা হয়।

কাস্টমস সুত্রে জানা যায়, চাপাই নবাবগঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হুসাইন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিক এন্টারপ্রাইজের অনুকূলে গত ৫ অক্টােবর এলসি (০৯৫৫২৫০১০২৫৩) প্রদান করেন।

ভারতের ঘােজাডাঙা বন্দরের সিএণ্ডএফ এজেট (কার্গাে) কার্তিক দত্ত এ মাল ছাড় করান। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বােঝাই দুটি ট্রাক সিএণ্ডএফ যশােরের জবা এন্টারপ্রাইজ ছাড় করায়। বিল অফ এন্ট্রির ২০০ টাকা চাঁদা পরিশােধ করেন ও কাস্টমসের ফাইল পুটআপ দেন মাষ্টার রাইসুল হক টুকু এর প্রতিষ্ঠান সিএণ্ডএফ সাদ এন্টারপ্রাইজ।

ট্রাক দুটি ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে ঢােকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়।

এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দর এলাকায় সরিষার খৈল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানর শাড়ী ও থ্রি পিসের খােঁজ পায়।

এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খৈল ও ভারতীয় শাড়ী থ্রিপিস বােঝাই ট্রাকটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন।

এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশােরের সিএন্ডএফ এজেন্ট জবা এন্টারপ্রাইজ উল্লখিত ৬০ টন সরিষার খৈলের শুল্কায়নের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের মধ্যে একটি বিজিবি সদস্যরা আটক করে নিয়ে গেলেও অপর ট্রাকটি কায়িক পরীক্ষণকাল কাস্টমস পরিদর্শক প্রতিটি সরিষার খৈলের বস্তায় ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা লট দেখতে পান। কাস্টমস কর্তৃপক্ষ সরিষার খৈল বােঝায় ওই ভারতীয় ট্রাক থেকে ৮ হাজার ৭৮৪ পিস উনতমানর শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেন।

কাস্টমস কর্তৃক জব্দকৃত ট্রাকের পণ্যর মূল্য ট্রাক বাদে তারা প্রায় আড়াই কােটি টাকা নির্ধারণ করেছেন।

অপর দিকে, বিজিবি জানায়, তাদের হাতে জব্দকত ট্রাকের পণ্যের মধ্য রয়েছে ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ী ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ী ২ হাজার ১০০ পিস, অতি উন্নমানর থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বােতল, ভারতীয় ট্রাক একটি ও বাংলাদশী ট্রাক ২টি।

বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

ভােমরা কাস্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা মাে. মিজানুর রহমান জানান, তারা আড়াই কােটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ও লেহেঙ্গা আটক করেছেন।

কাস্টমস ও বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের সর্বমােট বাজার মূল্য প্রায় ১০ কােটি টাকা বলে জানা গেছে।

আরও খবর