দেশজুড়ে

ভোটের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না তারাই এখন পিআর চায়: আনিসুল হক

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৮:৫১

দেশের জনগন একটি ভোট দিতে চায়,ব্যালট পেপারে সীল মেরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস আওয়ামিলীগের পতনের নায়ক তারেক রহমানকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদের সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস আনিসুল হক।
তিনি বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালীর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন।
তিনি আরও বলেন,দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায়,ভোট দিতে চায়,আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন পছন্দের প্রার্থী, পছন্দের মানুষকে বিজয়ী করতে চায়। আপনাদের সাথে নিয়ে সুনামগঞ্জ ১ আসনের সকল স্তরের মানুষের ভালবাসা নিয়ে সংসদে কথা বলতে,প্রতিনিধিত্ব করতে চাই।
যারা নির্বাচনে কাছে হার মানে তারা বিজয়ী হতে পারে না,ভোটের নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না তারাই এখন পি আর চায়। আবারও তারা কারচুপির নির্বাচন করতে পি আর নামক নির্বাচন চায়। ১৯৯১,৯৬ সাল তারা কত ভোট পেয়েছিল।
আগামী সকল আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের মা বেগম খালেদা জিয়া নির্দেশনা মেনে সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার আহবান জানান এই নেতা।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাকাব উদ্দিন,আবুল হুদা,মোরসালি,এনামুল হক এনাম,সাখাওয়াত হোসেন,চাঁন মিয়া মাষ্টার,
সাইদুল কিবরিয়া,সফি আলম,নজরুল শাহ,নজরুল সিকদার,রফিকুল ইসলাম,সামাদ মুন্সি,সংগ্রাম,আজিজুল ইসলাম,
জবা মিয়া,জুবায়ের জয়নালসহ বিএনপি ও সহযোগি সংঘটনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

আরও খবর

ডুমুরিয়ায় ওয়ান শুটার গান উদ্ধার

যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনীকে গড়ে তোলা হচ্ছে

মির্জাপুরে এসিল্যান্ড মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা

ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ টেকনাফ থানার ওসির

নির্বাচনী প্রচারণা শুরু করলেন সংসদ সদস্য প্রার্থী রেজাউল কবির

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।