টপ টেন

ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা দিবেননা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২২:৫৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মঈন খান,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কৌঁসুলি এড অসিম কুমার মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা রেজিস্ট্রার হাফিজা খাতুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোহিনী তাবাসসুম প্রমুখ।

সভায় জমির নামপত্তন,ভূমি উন্নয়ন কর দেওয়াসহ বিভিন্ন সেবা পেতে সার্ভার সমস্যার কথা তুলে ধরেন এবং সকল সেবা এক ছাতার নিচে আনার ওপর গুরত্বারোপ করেন। পাশাপাশি বক্তারা ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভূমিব্যবস্থাপনা। ভৃমিসেবার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। রাষ্ট্রের উচ্চ স্তর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দিনমজুর সকলেই ভূমির সাথে সংশ্লিষ্ট বিধায়, কোন নাগরিক যেন ভূমিসেবা পেতে হয়রানির শিকার না হয়। পরিশেষে তিনি সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা না করার বিষয়ে হুশিয়ারি দেন ভূমিসেবা দেওয়া কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

আরও খবর