কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৫ , ১১:৩২:০৮
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পুলিশ কমিশনার
বুধবার( ৮ অক্টোবর) সকালে শহীদ হাদিস পার্কে জাতীয় কন্যা শিশু দিবস, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে তারুণ্যের বাতিঘর যুব ফোরামের আয়োজনে “শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, তাদের মৌলিক অধিকার রক্ষা ও সমাজে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। একটি ন্যায্য ও নিরাপদ সমাজ গঠনে কন্যা শিশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদেরকে সন্তানদের সৎ চরিত্রবান করে গড়ে তুলতে এবং মানবিক দিকগুলো গঠনের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। সন্তান কখন কার সাথে মিশে সেদিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান। সন্তানেরা যেন মাদকাসক্ত না হয় এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও তারুণ্যের বাতিঘর যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।