সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে বিদেশী মদসহ আব্দুল হেকিম (৫০) নামে এক জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার রাত ৯ টার সময় উপজেলার ধনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি ধনপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুর এলাকায় একটি বসত বাড়ীর সামনে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১জন ব্যক্তি একটি খাকী কাগজের কার্টুনসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে মাদক থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার সাথে থাকা ১টি খাকী রংয়ের কার্টুনের ভিতর থাকা ৭১ বোতল বাহির করে,পরে তাকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
সিলেট র্যাব-৯ এর অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।