সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৯টি মণ্ডপে দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মেরিনা দেবনাথ।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ. সুমন চন্দ্র বর্মন,থানার এসআই মো. আব্দুস ছালাম, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা আনসার ভিডিবি কর্মকতার্ শিউলী বেগম,
উপজেলা বিএনপি আহবায়ক মো. রাজু আহমদ, প্রথম যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান আশিক, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী মো. হোসেন আহমদ,ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার মহোদন চন্দ্র সরকার, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি পূজা পরিষদের সভাপতি স্বপন পাল,
,মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবোধ চন্দ্র রায়,উপজেলা মুুক্তিযোদ্ধা প্রতিনিধি মো. জসিম উদ্দিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন,ফতেপুর ইউনিয়ন শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত মৈত্র, সলুকাবাদ ও ধনপুর পরিষদের সভাপতি রাকেশ হাজং,বাদাঘাট (দ.) ইউপি পূজা পরিষদের সভাপতি সুকেশ পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটির সদস্য সচিব সুমন চক্রবতী, ফতেপুর ইউপি সদস্য মন্তোষ পাল,পলাশ ইউপি সদস্য যোগেশ দাস প্রমুখ।
উপজেলা নিবার্হী অফিসার মেরিনা দেবনাথ জানিয়েছেন,যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা করছি। এবার উপজেলায় পলাশ ইউনিয়নে ৭টি,
ফতেপুর ইউনিয়নে ১৯টি, বাদাঘাট (দ.) ইউনিয়নে ২টি ও সলুকাবাদ ইউনিয়নে ১টি মণ্ডপের সকল মন্দিরেই প্রতিমা নিমার্ণসহ পূজার প্রস্তুতি চলমান রয়েছে। এসব মন্দির এবার পূজা উদযাপন হবে। পূজা মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ, সিসি ক্যামেরা নিশ্চিতকরণ সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।