আইন-আদালত

বিয়ের প্রলোভনে লাগাতার ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৭:৩৪

সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ভুক্তভোগী ৪ মাসের অন্তঃসত্ত্বা হলে বিয়ে করবে না বলে জানালে গত রোববার তালা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সোমবার (২২ সেপ্টেম্বর) অভিযুক্ত শামীম হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

অভিযুক্ত শামীম হোসেন (৩০) খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গুচ্ছগ্রামের হাশেম আলীর ছেলে।

এজাহার ও থানা সূত্রে জানা যায়, তালার মাছিয়ারা গুচ্ছগ্রামের শামিম এর সাথে ২০ বছরের ওই তরুণীর গত অনুমান ৭/৮ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের একপর্যায়ে প্রেমে সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শামিম ভুক্তভোগী তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী অন্তঃসত্তা হয়ে পড়ে। সে কোন উপায় না পেয়ে সর্বশেষ গত ইং-১৫/০৮/২০২৫ তারিখ বিকালে শামীমের বাড়ীতে গেলে তাঁকে ৩ দিন রেখে দেয়। পরবর্তীতে শামীম ভুক্তভোগীকে বিবাহ করবে না বলে জানায়। সেই সাথে ভুক্তভোগীকে বাড়ী থেকে বের করে দেয়। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। এঘটনায় তালা থানায় সংশ্লিষ্ট ধারার মামলা রুজু করা হয়। মামলা নং-১১,তারিখ-২১.০৯.২৫।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর