গণমাধ্যম

বিপিজেএফ’র নরসিংদী জেলা শাখার কমিটি গঠন

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৯:০৭

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) নরসিংদী জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ ও দৈনিক বাংলার নবকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হারুনূর রশিদ (দৈনিক আজকের পত্রিকা ও খবর সংযোগ), সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আমির হোসেন (দৈনিক বাংলার নবকণ্ঠ) ও মো. মোস্তফা খান (দৈনিক ইত্তেফাক)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক মোমেন খান (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন (দৈনিক যুগান্তর ও চ্যানেল এস), দপ্তর সম্পাদক আমিনুল হক (দৈনিক ভোরের পাতা ও মাই টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিদার হোসেন পিন্টু (দৈনিক তৃতীয়মাত্রা ও সাপ্তাহিক অরুনিমা) এবং আইন সম্পাদক হয়েছেন এড. এস.এম শরীফ (দৈনিক নয়া শতাব্দী)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. আসাদুজ্জামান (আসাদ) (দৈনিক সমকাল), মোবারক হোসেন (দৈনিক সংগ্রাম), এ.কে.এম সেলিম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ) ও আরমান আফরাদ (এনপিবি নিউজ)।

কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি নরসিংদীর সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করবে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে অবদান রাখবে। নরসিংদীর সাংবাদিকরা সবসময় গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। নতুন কমিটির মাধ্যমে পেশাদার সাংবাদিকতার চর্চা আরও বিস্তৃত হবে এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

আরও খবর