অবিশ্বাস্য হলেও সত্য ই-কমার্স স্টোর তৈরি করার জন্য আর গুনতে হবে না বাড়তি টাকা বা ছুটে হয়রানী হতে হবেনা ডেভেলপার এর পিছে। মাত্র কয়েকটা মাউস ক্লিক দিয়েই আপনিও খুব সহজেই তৈরি করতে পারবেন আপনার একটা মডার্ন এবং প্রফেশনাল অনলাইন স্টোর / ই-কমার্স ওয়েবসাইট। এজন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে ভিজিট করতে হবে reebd.com এবার আপনাকে ক্লিক করতে হবে "Create your store" - এই বাটনে। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে স্টোরের নাম দিয়ে এবং subdomain এর নাম লিখে অর্থাৎ আপনার Store এর নামটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে কোন স্পেস ছাড়াই , অতপর ক্লিক করতে হবে "Setup Store Now" বাটনে। প্রয়োজনীয় সব তথ্য ঠিকঠাক থাকলে আপনার অনলাইন ই-কমার্স স্টোর /ই-কমার্স ওয়েবসাইট টি তৈরি হয়ে যাবে এবং আপনাকে রিডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। ড্যাশবোর্ড এ লগইন করার পরে আপনাকে প্রথমে স্টোর সেটিং থেকে সমস্ত সেটিং সম্পন্ন করতে হবে। যেমন ধরুন স্টোরের লোগো, আইকন, যোগাযোগের তথ্য, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি। আবার আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও চালু করতে পারবেন। সেটিং সম্পন্ন হওয়ার পরে স্লাইডার মেনু থেকে কিছু স্লাইডার ফটো অ্যাড করতে হবে। অতঃপর ক্যাটাগরি মেনু থেকে প্রয়োজনীয় ক্যাটাগরি এড করতে হবে। এরপর আপনাকে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো এড করতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে এড করা হয়ে গেলে, আপনি অনলাইন স্টোর /ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার সময় যে সাব-ডোমেইন নামটা দিয়েছিলেন সেটা লিখে ভিজিট করে আপনার অনলাইন স্টোর /ই-কমার্স ওয়েবসাইট টি দেখতে পারবেন এবং সেটা সবার কাছে শেয়ার করতে পারবেন। যেমন ধরেন আমার স্টোরটি তৈরি করার সময় আমি সাব-ডোমেইন নেম দিয়েছিলাম (demo) এজন্য আমি যদি আমার স্টোরটি দেখতে চাই তাহলে আমাকে ভিজিট করতে হবে demo.reebd.com আপনার ক্ষেত্রে আপনি যে সাব-ডোমেইনটা দিয়েছিলেন সেটার পরে .reebd.com লিখে আপনার ই-কমার্স স্টোরটি /ই-কমার্স ওয়েবসাইট দেখতে পারবেন। শুধু তাই না আপনি চাইলে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়েও আপনার কাস্টমারকে আপনার অনলাইন স্টোরে নিয়ে আসতে পারবেন। তাই আপনারা যারা ফেসবুকে বিভিন্ন পণ্য বেচা কোনা করেন বা নিজিস্ব ব্যবসাহী একটা প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এখনই ভিজিট করুন reebd.com আর এক্ষুনি তৈরী করুন আপনার আপনার ই-কমার্স স্টোর / ই-কমার্স ওয়েবসাইট।