জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৬:৪৪
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মদসহ প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর, ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, চান্দুরিয়া ও বাকাল চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
এসময় ৬ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ঔষধসহ মোট ১০ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মাদরা সীমান্ত থেকে ৬ বোতল মদ ও ৭৯ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া সীমান্ত থেকে ৩৫ হাজার টাকার শাড়ি, ভোমরা সীমান্ত থেকে ২ লাখ ২৫ হাজার টাকার শাড়ি ও কসমেটিক্স এবং বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এর ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে মদ সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।