মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৪৮:২৯
চট্টগ্রামের বাঁশখালীর পেকুয়ায় দুটি দেশীয় অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালীতে সড়কে টহল দেয় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলেও চালক না থেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করলে মোটরসাইকেল চালক একটি কালো ব্যাগ ফেলে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, দুটি শিশা ও তিনটি রাবারসহ পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাঁশখালীর পেকুয়া সীমান্তের ফুটখালী ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া দুটি অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।