টপ টেন

বাঁকখালীতে উচ্ছেদকালে পুলিশের ওপর হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৩:৫৪

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৯ জনসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতুর পাশে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু হলে দখলদাররা বাধা দেয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কনস্টেবল করিম আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, হামলাকারীদের ধাওয়া দিয়ে পুলিশ চারজনকে আটক করে। প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে উৎপত্তি হয়ে ৮১ কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদী কক্সবাজার শহরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এর মধ্যে নুনিয়ারছড়া থেকে মাঝিরঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় সবচেয়ে বেশি দখল হয়েছে। গত ১০ থেকে ১২ বছরে সেখানে এক হাজারেরও বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর নদীর সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।

আরও খবর