গণমাধ্যম

বর্তমানে সত্য প্রকাশ করা সাংবাদিকদের পথের কাঁটা

  মোঃ এমরুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ২৪ আগস্ট ২০২৫ , ১২:০৫:২১

সাংবাদিকতার মূল উদ্দেশ্য হলো সমাজের সামনে সত্যকে তুলে ধরা। কিন্তু বর্তমান সময়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ প্রকাশের স্বাধীনতা থাকলেও নানা প্রতিকূলতা সাংবাদিকদের পথকে কণ্টকাকীর্ণ করে তুলছে।

সত্য প্রকাশ করলে অনেক সময় প্রভাবশালী মহল থেকে সাংবাদিকরা হুমকির মুখে পড়েন। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অনেকেই সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি করেন। এর ফলে পেশাগত নিরাপত্তা অনেকাংশেই ঝুঁকির মুখে থাকে। অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে গিয়ে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এতে সত্য প্রকাশের আগ্রহ ও সাহস অনেক সময় বাধাগ্রস্ত হয়। প্রভাবশালীদের সত্য সংবাদ প্রকাশ করলে শুধু সাংবাদিকই নন,অনেক সময় তাদের পরিবারও সামাজিক চাপের মুখে পড়েন। ফলে তারা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। সব প্রতিকূলতার মাঝেও দেশের অনেক সাহসী সাংবাদিক সমাজের অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরছেন। সত্যকে তুলে ধরতে গিয়ে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করছেন। কিছুদিন আগে সত্য তুলে ধরায় সন্ত্রাসীরা গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে,আনোয়ার নামে আরেক সাংবাদিকের মাথা থেঁতলে দেয়,গতকাল শুক্রবার নিখোঁজের ১ দিন পর মেঘনা নদীতে পাওয়া গেল সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সাহা,র মরদেহ,এমনি করে মনোহরদী-সহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা করা হচ্ছে। এরপরও সাংবাদিকরা বসে নেই।দুর্নীতি,চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাষ্ট্রের চতুর্থস্তম্ভ হিসেবে ধরা হলেও সত্য প্রকাশ করলে ও দূর্নীতির বিরুদ্ধে লিখলেই সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশংকায় ভূগছে। সম্প্রতি তথ্য মন্ত্রনালয় সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ অনুমোদন করায় সাংবাদিকরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। আশা করা যায় আইনটি বাস্তবায়ন হলে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে বাংলাদেশ একটি সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

আরও খবর