টপ টেন

বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল,সম্পাদক এনাম

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৫:৩১

নির্বাচনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ শফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনাম তালুকদার। এছাড়াও সহ-সভাপতি মোঃ হেলু মিয়া,সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত করে। ভোট গননা শেষে রাতে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়।

এর পূর্ব ইউনিয়নের গোটিলা ইউনিয়ন পরিষদের মাঠে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী নজরুল ইসলাম শাহ’র সঞ্চালনায় বড়দল উত্তর ইউনিয়ন ভবন মাঠে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,মো রাখাব উদ্দিন,একে এম নাসের উজ্জ্বল,বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হাসান,
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলীসাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সি,দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম,সাধারণ সম্পাদক নাসির মিয়া,উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

সভাপতি নির্বাচিত হবার পর এক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম জানান,হাওরাঞ্চলের বৃহত্তর জনপদ খ্যাত প্রানের বড়দল উত্তর ইউনিয়ন বাসী আমাকে বিএনপি’র সভাপতি পদে বিপুল ভোটে আমার মতো ক্ষুদ্র এই অধমকে বিজয়ী করে সবাই আমাকে চিরঋণী করে দিয়েছেন। আপনাদের ভালোবাসা,আস্থা ও সমর্থন আমার শক্তি,আমার পথচলার অনুপ্রেরণা। আমি মাটিতে শেষ মূহুর্ত পর্যন্ত কাঁদে-কাঁদ রেখে,হাতে-হাত রেখে সব সময় থাকবো।

ফলাফলে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম (চশমা মার্কা) ১৬৫ ভোট, মো. নজরুল ইসলাম শাহ (ঘোড়া মার্কা)-১৪৫ ভোট, মো. রফিকুল ইসলাম (চেয়ার মার্কা) ১০৪ ভোট, মো. রুহুল আমিন (ছাতা মার্কা) ২৭ ভোট পেয়েছে।

সহ- সভাপতি পদে মো. হেলু মিয়া (মোরগ মার্কা) ১৯৬ ভোট, মো. হাবিবুর রহমান সংগ্রাম (মাছ মার্কা )-১৮৪ ভোট এবং মো. শহিদুল ইসলাম (আম মার্কা ) ৪৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো.এনাম উদ্দিন তালুকদার (ফুটবল মার্কা)-১৫৯ ভোট, আবুল কালাম আজাদ ( তালা মার্কা) ১৩৩ ভোট, মো মালু মিয়া (দোয়াত-কলম) ৮৯ ভোট এবং মো. বেলায়েত হোসেন (কাপ- পিরিচ) ৫৫ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ (বাই সাইকেল মার্কা ) ১১১ ভোট, মো. আলী হোসেন (বাঘ মার্কা)-১০৯ ভোট, মো. জমির হোসেন (হারিকেন মার্কা)-১০৪ ভোট এবং মো. আকির উদ্দিন (মোমবাতি মার্কা)- ৮৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ (ডাব মার্কা)- ২২৫ ভোট, আলী নূর (সিএনজি মার্কা) ৯২ভোট, মো. নুর জামাল (মটর সাইকেল মার্কা) ৬৯ ভোট এবং দ্বীন ইসলাম (রিক্সা মার্কা) ৫৫ ভোট পেয়েছে।

আরও খবর