স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা ও উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা গতকাল রবিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া (খৈয়াতলা) কৃষি পণ্য বিপণন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার কৃষি অফিসার
মো: আবু বকর সিদ্দিক,কৃষি সম্প্রসারণ অফিসার মো: আলমগীর হোসেন,
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার,
বটিয়াঘাটা সদর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার। পতিত পাবন বিশ্বাস(বাপি) উদ্যোগে নব গঠিত কৃষি বিপণন কেন্দ্র গড়ে উঠেছে এবং কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন,এলাকার কৃষকদের কথা চিন্তা করে এবং কৃষি পন্যের নেয্যমুল্য পাওয়ার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।বিপণন কেন্দ্র পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, কৃষক নেতা মোঃ আনোয়ার হোসেন লাভলু,বিভাস কান্তি রায়,গোবিন্দ দাস বিশ্বাস, সাংবাদিক জয়ন্ত মন্ডল, তাপস বাছাড়,দীপঙ্কর মিস্ত্রি, সুখেন বাছাড়সহ বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধিগণ এবং স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে স্থানীয় সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র কৃষি পণ্য ব্যবসায়ী ও কৃষকদের সরাসরি অংশ গ্রহণে কৃষি পণ্য সংগ্রহ ও বাজার জাত করণে কার্যক্রম সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে।
এর ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন এবং কৃষি উৎপাদনে আরও উৎসাহী হচ্ছেন।
পরিদর্শন কালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী স্থানীয় কৃষকরা ও বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা কৃষি পণ্য বিপণনের কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কৃষি কর্মকর্তা বলেন, “এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাচ্ছেন। সরাসরি বিপণন ব্যবস্থার ফলে তারা তাদের পণ্যের সঠিক দাম পাচ্ছেন,যা কৃষি খাতে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অংশগ্রহণকারী কৃষকরা জানান,সমবায় ভিত্তিক এই বিপণন কার্যক্রমের ফলে তাদের আর্থিক অবস্থা উন্নত হচ্ছে এবং উৎপাদন বাড়ানোর আগ্রহও বৃদ্ধি পেয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের পথে নতুন দিগন্তের সূচনা হলো বলে মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।