কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৭:৫৬
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৫ নং ভাণ্ডারকোট ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার বিকেল চারটায় ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মোল্লা বাবুর বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শফিকুজ্জামান মৌলঙ্গীর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও আওয়ামী ফ্যাসিস্ট এর সাথে দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। বিগত দিনে বিভিন্ন হামলা মামলা দিয়ে ইউনিয়নের বিভিন্ন বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি করেছেন, গত ৫ আগষ্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সুবিধাবাদী এই আওয়ামী দোসর বিএনপির সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকম অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি স্থানীয়ভাবে ক্ষুন্ন করছেন। মানববন্ধনে বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানা যায় তার অনৈতিক কর্মকান্ডের জন্য স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন ভান্টারকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব কবীর আকুঞ্জি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাপ্পি মল্লিক, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য মোঃ তারিফুজ্জামান মলঙ্গী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ আল মামুন হাসান সহ ভান্ডারকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ দাবি জানান অবিলম্বে আওয়ামী দোসর ইসমাইল হোসেন বাবু কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।